ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাজারতম ম্যাচে রোনাল্ডোর গোল

প্রকাশিত: ১১:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 হাজারতম ম্যাচে রোনাল্ডোর গোল

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার ক্যারিয়ারে শনিবার রাতে এক হাজারতম ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অনন্য মাইলফলকের ম্যাচটি গোল করে রাঙিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। ইতালিয়ান সিরি’এ লীগের এই ম্যাচে রোনাল্ডো ও এ্যারন রামসের গোলে সফরকারী জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক স্পালকে। এই জয়ে শীর্ষস্থান মজবুত করেছে তুরিনের ওল্ডলেডিরা। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৬০ পয়েন্ট। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ল্যাজিও। সমান ম্যাচে তিনে থাকা ইন্টার মিলানের ভান্ডারে ৫৪ পয়েন্ট। প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই স্পালের জালে বল জড়িয়েছিলেন রোনাল্ডো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৩৯ মিনিটে জুয়ান কুয়ারডাডোর পাস থেকে বল পেয়ে ঠিকই গোল করেন রোনাল্ডো। এ নিয়ে লীগে টানা ১১ ম্যাচে গোল করেছেন সিআর সেভেন। চলতি আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হয়েছে ২১টি। পেশাদার ক্লাব ক্যারিয়ারে পর্তুগালের স্পোর্টিং লিসবন, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইতালির জুভেন্টাসের হয়ে মোট ৮৩৬ ম্যাচ খেলে রোনাল্ডো করেছেন ৬২৬ গোল। জাতীয় দলের হয়ে ১৬৪ ম্যাচে সিআর সেভেনের গোল আছে আরও ৯৯টি। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান রামসে। ডানপ্রান্ত দিয়ে পাওলো দিবালার বাড়ানো দারুণ পাস পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে স্পালের হয়ে ব্যবধান কমান আন্দ্রে পেটানিয়া। ডি বক্সে ড্যানিয়ের রুগানি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের সিদ্ধান্ত নেন রেফারি। ম্যাচের ৮৫তম মিনিটে আবারও ভাগ্য সহায় না থাকায় গোল বঞ্চিত হন রোনাল্ডো। এবার ডিবক্সের বাইরে থেকে তার নেয়া ফ্রিকিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। এদিকে করোনাভাইরাসের কারণে সিরি’এ লীগের তিনটি ম্যাচ বাতিল করেছে কর্তৃপক্ষ। রবিবার সাম্পদোরিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল শিরোপা প্রত্যাশী ইন্টার মিলানের। কিন্তু ইতালির উত্তরাঞ্চলে করোনাভাইরাস আতঙ্কে এই ম্যাচটিসহ আরও দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচটির পাশাপাশি বাতিল হওয়া অপর ম্যাচ দুটো হলো আটালান্টা-সাসোলো ও হেলাস ভেরোনা-ক্যাগরিয়ারি ম্যাচ। ইতোমধ্যে ভয়াবহ করোনাভাইরাসে ইতালিতে ৭৯ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টে শনিবার রাতে ঘোষণা দিয়েছেন উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশ ভেনেটো ও লম্বার্ডিতে রবিবার হতে যাওয়া সবধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, আমি ফুটবল সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে অন্যান্য যে ক্রীড়া ইভেন্টগুলোতে সমর্থকরা উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের প্রতিও দুঃখ জানাচ্ছি। নাগরিকদের বিষয়টি সম্পর্কে দায়িত্ববান হতে হবে। সিরি’এ লীগ ছাড়াও ভাইরাস আতঙ্কে শনিবার ৪০টিরও বেশি অপেশাদার ও যুব ম্যাচ বাতিল করা হয়েছে ইতালিতে।
×