ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ‘মাগো ওরা বলে’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৯:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 মুন্সীগঞ্জে ‘মাগো ওরা  বলে’ নাটক মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ‘মাগো ওরা বলে’ নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকটি পরিবেশন করে ‘অন্বেষণ বিক্রমপুর’। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এই নাটকে তুলে ধরা হয়। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা অবলম্বনে নাটকটি করেছেন জীত চন্দ্র রায় এবং নির্দেশনা দিয়েছেন সুদ্বীপ দাস দ্বীপ। আবহসঙ্গীতে ছিলেন শিশির রহমান ও সুদ্বীপ দাস। সার্বিক পরিকল্পনা সাব্বির হোসাইন জাকির। সার্বিক তত্ত্বাবধানে অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ঋত্তিক, শিপ্রা দাস, অর্ক, সীমান্ত, শ্রুতি, সৃজন, শাহারিয়ার, নদী, সূচনা, একরাম ও রাজ প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত অমর একুশের আয়োজনটি নাটক দেখে অভিভূত হয় দর্শক-শ্রোতা। অনুষ্ঠানটির সভাপতি সরকারী হরগঙ্গা কলেজের সাবেক ভিপি ও বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি তার সমাপনী ভাষণে বলেন, নাটকটিতে সুনিপুণভাবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়। পরিবেশনাটি ছিল হৃদয়গ্রাহী। প্রত্যেকেই আন্তরিকভাবে অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে বহুদিন পরে নাটকে মুন্সীগঞ্জের প্রাণ ফিরে পেয়েছে এই নাটকটির মধ্য দিয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, নাটকটি দেখে চোখের জল সংবরণ করা ছিল কঠিন। অভিনয় করতে গিয়ে অনেকেই সত্যিকারের কান্না করেছে। কিছু সময়ের জন্য হলেও বায়ান্নতে যেন ফিরে গিয়ে ছিলাম। ফাল্গুনের হালকা শীত সত্ত্বেও রাত পৌনে ১১টা অবধি দর্শক ছিল কানায় কানায় পূর্ণ।
×