ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা শুরু

প্রকাশিত: ১২:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা শুরু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা। শনিবার সকালে নগরীর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিম। সাত দিনব্যাপী এ মেলায় হাতে তৈরি পোশাক, মধু, কাঠের ও বাঁশের তৈরি হস্তশিল্পসহ স্থানীয় ২৭টি প্রতিষ্ঠানসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিক (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান মোশতাক হোসেন, ফতুল্লা বিসিক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, সদর ইউএনও নাহিদা বারিক, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস সাহা, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল, এসএমই পণ্য মেলার ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
×