ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সুদের হার পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৯:৪২, ২৮ জানুয়ারি ২০২০

সুদের হার পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরের শুরুতেই ব্যাংক ঋণের সুদহার পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। এ ইস্যুতে বৃহস্পতিবার বৈঠক করবেন সংস্থাটির মুদ্রানীতি কমিটির সদস্যরা। বরাবরের মতোই সুদহার কমানোর পক্ষে ব্যাংক অব ইংল্যান্ড। সংস্থাটির মতে, ব্রেক্সিট পরবর্তী সময়ে অর্থনীতি শক্তিশালী করা এবং বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে সুদহার কমানোর বিকল্প নেই। অন্যদিকে ২০১৯ সালে বেসরকারী খাতের ব্যাপক সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে সুদহার বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্রিটিশ সরকার।
×