ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলা টাইপোগ্রাফি প্রদর্শনী

প্রকাশিত: ০৮:১৮, ২৫ জানুয়ারি ২০২০

  শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলা টাইপোগ্রাফি প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের সৃজনশীল বাংলা ক্যালিগ্রাফি, নতুন ডিজাইনের বাংলা বর্ণমালা, শেপ টাইপোগ্রাফিসহ আরও বিভিন্ন ধরনের সৃজনশীল ডিজাইন নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী গত ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামসুন্নাহার, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা রহমান, ডিজাইন এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও গ্রাফিক ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল হালিম শেখ, প্রক্টর ড. গোলাম মোস্তফা, বিভাগের কোর্ডিনেটর শেখ সাহাবুদ্দিন আহমেদ, অন্যান্য বিভাগের বিভাগীয় শিক্ষকবৃন্দ, গ্রাফিক ডিজাইন বিভাগের সকল শিক্ষকরা। ঢাকা উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৭/এ নম্বর সড়কের বিভাগীয় ভবনে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। চিরাচরিত ক্লাসের ব্যস্ততার বাইরে ক্যানভাসে চিত্রিত বাংলা ক্যালিগ্রাফি, নতুন ডিজাইনের বাংলা বর্ণমালা, শেপ টাইপোগ্রাফির ডিজাইনভিত্তিক এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের মাঝে এক অন্য রকম উদ্দীপনা সৃষ্টি করে। অতিথি এবং আগত বিভিন্ন দর্শকের গঠনমূলক মন্তব্য ও পরামর্শ তাদের ভবিষ্যতে আরও ভাল কাজ করার অনুপ্ররণা দিচ্ছে। ষষ্ঠ সেমিস্টারের (৩২তম ব্যাচ) মোট ২৯ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পুরো এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন এ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
×