ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আনন্দের ভৌগোলিক অবস্থান

প্রকাশিত: ০৯:৫০, ২৪ জানুয়ারি ২০২০

আনন্দের ভৌগোলিক অবস্থান

কবিতার দুয়ারে কড়া নেড়ে চলেছি, আমাকে দাও নক্ষত্র-কুচি কবিতা কিংবা পুষ্প-রেণু কবিতার পঙক্তি, আমার কবিতায় নক্ষত্র নিভে যায়- কবিতার কুসুম ঝরে যায় অকালে, গোধূলির ম্লান আলো এসে উঁকি মারে কবিতার লাইনের ফাঁকে, কিংবা ধূসর পান্ডুলিপি পড়ে থাকে বিষণ্ণতার ছায়া সর্বাঙ্গে মেখে- বিবর্ণ আভা ছড়ায় চারদিকে। কবে ঝরবে আমার কবিতায় নক্ষত্র-কুচি পুষ্প-রেণু শব্দাবলী জানা নেই একেবারে জানা নেই, আনন্দের গান গাওয়ার দিন গত হয়েছে কবে তাও জানা নেই, এখনো তবু অপেক্ষা ছাড়িনি, নিঃসঙ্গ সময়ের আবর্তে খুঁজি আনন্দের ভৌগোলিক অবস্থান।
×