ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় যুদ্ধবিরতি চুক্তি

প্রকাশিত: ০৯:১২, ১৫ জানুয়ারি ২০২০

লিবিয়ায় যুদ্ধবিরতি চুক্তি

লিবিয়ায় ৯ মাসের গৃহযুদ্ধের অবসান হতে যাচ্ছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বাধ্যতামূলক একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে ত্রিপোলিতে আন্তর্জাতিক স্বীকৃত গবর্নমেন্ট অব ন্যাশনাল এ্যাকর্ড (জিএনএ)। তবে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধরত কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) চুক্তিতে স্বাক্ষর করার আগে একদিন সময় চায়। লিবিয়ান এক্সপ্রেস। রাশিয়ার রাজধানী মস্কোতে যুদ্ধবিরতি নিয়ে জিএনএন এবং এলএনএ’র মধ্যে টানা প্রায় আট ঘণ্টা আলোচনা হয়। এরপর একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে উভয়পক্ষকে আহ্বান জানায় মধ্যস্থতাকারী রাশিয়া ও তুরস্ক। বলা হয়, এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করলে উত্তর আফ্রিকার এই দেশটিতে স্থিতিশীলতা ফিরবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জিএনএ। ইরানে ধর্মীয় নেতাদের পদত্যাগ দাবি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা সোমবারও রাজধানী তেহরান ও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন। ইস্পাহান ও তেহরানে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভের সময় মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের প্রতি গুলি করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে গুলিবিদ্ধ মানুষ ও রক্তের ছবি প্রচার করা হয়েছে গণমাধ্যমে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। -আলজাজিরা
×