ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত নিউজ

প্রকাশিত: ০৯:৩৩, ১১ জানুয়ারি ২০২০

সংক্ষিপ্ত নিউজ

দিল্লীতে কংগ্রেসের বৈঠক বর্জন মমতার ভারতের দিল্লীতে কংগ্রেসের ডাকা সরকারবিরোধী বৈঠকে যোগ না দেয়ার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর বলেন, ‘কংগ্রেস ও সিপিএম এখানে (পশ্চিমবঙ্গে) যেভাবে গু-ামি করছে, তাতে আমি ১৩ তারিখের দিল্লীর বৈঠকে আর যাব না বলে ঠিক করেছি।’ এ রাজ্যে তিনি একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন বলেও মমতা এ দিন দাবি করেন। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতাসহ নানা দাবিতে বাম ও কংগ্রেসের ডাকা বুধবারের দেশজুড়ে ধর্মঘটে পশ্চিমবঙ্গে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে পুলিশও ‘যুদ্ধংদেহী’ ভূমিকায় ছিল। সব মিলিয়ে বিষয়টি প্রশাসন এবং সরকার দলের পক্ষে অস্বস্তিকর হয়ে ওঠে। -আনন্দবাজার পত্রিকা জম্মু-কাশ্মীর ॥ নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার নির্দেশ ইন্টারনেটের অধিকার বাক স্বাধীনতারই অংশ বলে শুক্রবার একথা জানাল ভারতীয় সুপ্রীমকোর্ট। জম্মু ও কাশ্মীরের প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে সমস্ত নিষেধাজ্ঞা (যার মধ্যে ইন্টারনেট পরিষেবাও রয়েছে) পুনর্বিবেচনা করতে বলল শীর্ষ আদালত। প্রসঙ্গত, গত আগস্টে রাজ্যের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট বন্ধ রয়েছে। জারি রয়েছে অন্যান্য নিষেধাজ্ঞাও। এদিন সুপ্রীমকোর্ট বলে, ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। এই ধরনের নিষেধাজ্ঞা একমাত্র স্বল্প সময়ের জন্য প্রয়োগ করা যেতে পারে। এবং এটি বিচার বিভাগীয় পর্যালোচনার বিষয়। জম্মু ও কাশ্মীরে জারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে জমা পড়া পিটিশনের প্রেক্ষিতে একথা বলে সুপ্রীমকোর্ট। -এনডিটিভি মালয়েশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ভারত কাশ্মীর ইস্যু ও ইসলামী বক্তা জাকির নায়েকের বিষয়ে প্রতিকূল অবস্থান নেয়ায় মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করছে ভারত। একইসঙ্গে কুয়ালালামপুর থেকে ভারতে আসা পামওয়েল ও ইলেক্ট্রনিক পণ্যের শিপমেন্টে আনুষ্ঠানিক চেক বা পরীক্ষা করার নীতি আরোপ করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ভারত মালয়শিয়ার শোধিত, অশোধিত পামওয়েল ও বৈদ্যুতিক পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। বন্ধু কোন দেশের বিরুদ্ধে এটাই হতে যাচ্ছে ভারতের প্রথম বাণিজ্যিক প্রতিশোধ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, নাগরিকত্ব সংশোধন আইন, বিতর্কিত প্রচারক জাকির নায়েকের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যে বক্তব্য দিয়েছেন বলে ভারত তাতে ক্ষুব্ধ হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয়নি নয়াদিল্লী। কিছুটা সময় পার হওয়ার পর ভারতের নীতি নির্ধারক মহল পদক্ষেপ নিতে যাচ্ছে। -টাইমস অব ইন্ডিয়া সিরিয়ায় হামলায় ৪ তুর্কী সেনা নিহত সিরিয়ায় গাড়ি বোমা হামলায় বুধবার চার তুর্কী সেনা নিহত হয়েছে। সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় চার সেনা প্রাণ হারিয়েছে। পিস স্প্রিং জোনে এক অপারেশনের সময় তুর্কী সেনাদের ওপর গাড়ি বোমা হামলা চালানো হয়। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। সিরিয়ার উত্তরাঞ্চলে অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অক্টোবরে মস্কোর সঙ্গে আঙ্কারার একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় তুরস্কের সঙ্গে সিরিয়া সীমান্তের ৩০ কিলোমিটার এলাকা সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করা হয়। তুরস্ক এবং রাশিয়ার সেনারা যৌথভাবে ওই এলাকায় টহলদারি চালাচ্ছে। আঙ্কারা ওয়াইপিজি/পিকেকের সন্ত্রাসীদের ওই এলাকা থেকে প্রত্যাহার করে ২০ লাখ শরণার্থীর জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে চায়। সেখানে সংঘাতের ঘটনায় নারী এবং শিশুসহ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। -এএফপি
×