ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ এফএ কাপ

সিটির সহজ জয়, ম্যানইউর ড্র

প্রকাশিত: ১০:২৫, ৬ জানুয়ারি ২০২০

 সিটির সহজ জয়, ম্যানইউর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলে ম্যানচেস্টার সিটি সহজ জয় পেলেও হোঁচট খেয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে সিটিজেনরা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে চতুর্থ বিভাগের দল পোর্ট ভ্যালেকে। আরেক ম্যাচে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। সবচেয়ে অবাক করা তথ্য, ম্যাচে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি রেড ডেভিলসরা। সবশেষ পাঁচ বছরের মধ্যে ঘরোয়া কোন ম্যাচে এই প্রথম এমন ঘটনার জন্ম দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামেও সাতটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা। তারপরও চতুর্থ বিভাগের ক্লাব ভ্যালের বিরুদ্ধে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ২০ মিনিটে সিটির হয়ে প্রথম গোল করেন অলেকজান্ডার জিনচেঙ্কো। ৩৫ মিনিটে দর্শনীয় হেডে পোর্টের হয়ে গোলটি পরিশোধ করেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার জন স্টোন্স। অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সিটিকে ফের এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো। ৪৩ মিনিটে একেবারে পোস্টের সামনে থেকেই গোল করেন তিনি। চলতি মৌসুমে তার গোল সংখ্যা ১৫টি। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে টেইলর হারউড-বেলিস সতীর্থ জন স্টোনন্সের বাড়িয়ে দেয়া বলকে গোলে পরিণত করলে সিটির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ৭৬ মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলের জয় এনে দেন ফিল ফোডেন। ম্যাচ শেষে সিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, বড় জয় নিয়ে আমরা পরের রাউন্ডে যাওয়ার অপেক্ষায় আছি। ম্যাচটিতে আমরা গুরুত্ব দিয়ে খেলেছি। প্রথমার্ধে অবশ্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা সেরাটাই খেলেছি। দলের পারফর্মেন্সে আমি খুশি। গত বুধবার প্রিমিয়ার লীগে আর্সেনালের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ম্যানইউ’র। কিন্তু সেটা পারেনি তারা। এখন তাদের চতুর্থ রাউন্ডের টিকেট কাটার জন্য ফিরতি ম্যাচে ওল্ডট্র্যাফোর্ডে জয় পেতে হবে। পুরো ম্যাচে একবারও প্রতিপক্ষের পোস্টে শট নিতে পারার মতো লজ্জার রেকর্ড গড়েছে কোচ ওলে গানার সোলসজায়েরের দল। দলের এই বাজে পারফর্মেন্সের জন্য খেলোয়াড়দের দীর্ঘ ইনজুরি তালিকার দোষারোপ করেন ম্যানইউ কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, টুর্নামেন্ট থেকে একেবারেই ছিটকে না গিয়ে ফিরতি লড়াইয়ের সুযোগ রাখতে পেরে আমি খুশি। দুই দলেরই এখন সুযোগ রয়েছে, তাই এই ফলাফলটি স্বচ্ছ। এখানে এ্যাওয়ে ম্যাচ খেলা বেশ কঠিন। তারা সুযোগ পেয়েছিল। সার্জিও রোমেরো বেশ কয়েকবার দলকে রক্ষা করেছে। সে ডেভিড ডি গিয়াকে চাপে রেখেছিল। যেটি আমি চেয়েছিলাম। আমরা এখানে বিশ্বসেরা খেলোয়াড়দের পেতে চাই। এদিকে মৌসুমের শেষেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্ডিনহোর সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু চুক্তি শেষের আগে তা নবায়নের আশা করছেন সিটি কোচ গার্ডিওলা। ৩৪ বছর বয়সী ফার্নান্ডিনহো ইতোমধ্যেই সিটির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। মিডফিল্ডার হিসেবে এতদিন পর্যন্ত দলকে সার্ভিস দিলেও বেশ কিছু ইনজুরি সমস্যার কারণে এবার মৌসুমের শুরু থেকেই তাকে সেন্টারব্যাকে খেলতে হচ্ছে। ২০১৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ক থেকে যোগ দেবার পর এ পর্যন্ত সিটির হয়ে তিনটি প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছেন। ইতিহাদ স্টেডিয়ামে থাকার সময় নিজের যোগ্যতা একের পর এক প্রমাণ করে গেছেন। যে কারণে গার্ডিওলাও চাচ্ছেন তাদের মধ্যে সুসম্পর্কটা যেন আরও বৃদ্ধি পায়। এ সম্পর্কে গার্ডিওলা বলেন, অবশ্যই আমি তাকে আরও কিছুদিন থাকতে বলব। তার ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। যে সাড়ে তিন বছর আমরা একসঙ্গে ছিলাম তাতে আমি দারুণ সন্তুষ্ট। প্রথমদিন থেকেই সে আমাকে সন্তুষ্ট করেছে। ক্লাব তার কাছে কি চায় সে খুব ভালভাবেই জানে। ক্লাবের ইতিহাসে ফার্নান্ডিনহো সেরা খেলোয়াড়।
×