ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ইরাক ও সৌদির মতবিনিময়

প্রকাশিত: ০৯:০৬, ৬ জানুয়ারি ২০২০

  মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে  ইরাক ও সৌদির  মতবিনিময়

ইরাকী ও সৌদি নেতারা শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে সর্বশেষ উত্তেজনা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। সৌদি বাদশা সালমান আঞ্চলিক উদ্বেগ কমানোর গুরুত্ব নিয়ে আলোচনা করতে ইরাকী প্রেসিডেন্ট বারহাম সালেহকে আহ্বান জানিয়েছেন। সৌদি নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। বাদশা সালেহকে বলেছেন যে, সৌদি ইরাকের স্থিতি ও নিরাপত্তাকে সমর্থন করে। এদিকে, ইরাকী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি তার দেশের পরিস্থিতি ও সমগ্র অঞ্চল নিয়ে সৌদি যুবরাজ মোহম্মেদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছেন বলে তার দফতর জানিয়েছে। মাহাদির দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুবরাজ সালমান মাহাদিকে ফোন করেন। এ সময় তারা ইরাক ও মধ্যপ্রাচ্যর কঠিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা উত্তেজনা এড়ানোর গুরুত্বসহ অন্যান্য করণীয় বিষয় নিয়ে মতামত বিনিময় করেন। সোলাইমানির হত্যাকা- ওয়াশিংটন এবং তার মিত্রদের, বিশেষত সৌদি আরব এবং ইসরাইলকে ওই অঞ্চলজুড়ে ইরান এবং এর প্রক্সি মিলিশিয়াদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বারহাম সালেহকে পম্পেওর ফোন ॥ ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও। শনিবার তিনি এই ফোনকলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইরানের নিহত নেতা জেনারেল কাশেম সোলাইমানি হত্যা পরবর্তী পরিস্থিতি উঠে আসে তাদের আলোচনায়। এ সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে নিশ্চয়তা দেন পম্পেও। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওই ফোনকলের বিষয়ে টুইটে জানিয়েছেন পম্পেও। তিনি এদিন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গেও কথা বলেন। তাদের সঙ্গে সোলাইমানি হত্যায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ অবলম্বন করে আত্মরক্ষামূলক ভূমিকা ছিল বলে দাবি করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষদের জীবন রক্ষার জন্য বাগদাদে নিযুক্তদের দিয়ে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন ট্রাম্প। তা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইরান যে অস্থিতিশীলতা সৃষ্টি চেষ্টা করছে তার পাল্টা ব্যবস্থার গুরুত্ব এসব পুনর্ব্যক্ত করা হয়। -সাবা
×