ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১৫ জানুয়ারি চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

প্রকাশিত: ০৯:১৪, ৩ জানুয়ারি ২০২০

  ১৫ জানুয়ারি  চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বহুল আলোচিত চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে এ মাসেই। আগামী ১৫ জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তিতে সই করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি নিয়ে এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটনে চীনের উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সই হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য বেজিং যাবেন তিনি। তবে সেই সফরের তারিখ উল্লেখ করেননি ট্রাম্প। এই চুক্তি সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য অস্থিরতা কমাতে সম্প্রতি চীনা পণ্যে আর শুল্ক না বাড়ানোর নির্দেশনা দেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, এ চুক্তি দুই দেশের বড় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ কমাবে। দীর্ঘদিন ধরেই বাণিজ্য যুদ্ধ চলছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে। বিভিন্ন সময়ে অনেক পণ্যেই পাল্টাপাল্টি বাড়তি শুল্কারোপ করে দুই দেশ।
×