ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিবিএর নেতৃত্ব ছাড়বেন শাকিল রিজভী

প্রকাশিত: ১১:২৭, ২ জানুয়ারি ২০২০

ডিবিএর নেতৃত্ব ছাড়বেন শাকিল রিজভী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদ্য নির্বাচিত পরিচালক শাকিল রিজভী ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। যা আগামী সপ্তাহে করবেন বলে জানিয়েছেন শাকিল রিজভী। শাকিল রিজভী বলেন, আগামী সপ্তাহে ডিবিএ থেকে পদত্যাগ চেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে লিখিত চিঠি দেব। যা ডিবিএর পর্ষদে অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একইসঙ্গে ডিএসই ও ডিবিএর দুই পদে থাকা নিয়ে আইনগত কোন বাধা নেই। তারপরেও ডিবিএ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এক জায়গায় মনোযোগ দেয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে আগামীতে ডিএসইর পর্ষদে সঠিক দায়িত্ব পালন করতে পারি। ডিবিএ থেকে পদত্যাগের পরে ওই শূন্য পদে পর্ষদের বাকি ১৪ জন থেকে একজনকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে বলে জানান শাকিল রিজভী। সেটা ১৪ জনের সমঝোতায়ও হতে পারে এবং ভোটের মাধ্যমেও হতে পারে। এক্ষেত্রে সভাপতির পদ পূরণ হলেও ১টি পরিচালকের পদ খালি থাকবে। সেক্ষেত্রে বর্তমান পর্ষদের ১৪ জন ডিবিএর সদস্যের মধ্যে থেকে যে কোন একজনকে পরিচালক হিসেবে বাছাই করে নিতে পারবেন। আর না চাইলে ১৪ জন দিয়েই চলবে ডিবিএ।
×