ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চিকেন মেমোরিয়াল

প্রকাশিত: ০৮:৪৭, ১ জানুয়ারি ২০২০

চিকেন মেমোরিয়াল

ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট কেএফসি প্রতিবছরের মতো এবারও জাপানে আয়োজন করেছে চিকেন মেমোরিয়াল। বছরজুড়ে জাপানীদের রসনার তৃপ্তির শিকার হয়েছে যেসব মুরগি সেগুলোর কথা স্মরণ করইে এই আয়োজন। এটি জাপানীদের চিকেন থ্যাঙ্কসগিভিং হিসেবেও পরিচিত। ১৯৭৪ সাল থেকে গ্রীষ্মকালে সেদেশে এই আয়োজন হয়ে এলেও এবার সেটি আয়োজন করা হয়েছে বছরের শেষ দিনটিতে। বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত পশ্চিমা অনেক দেশের মতো জাপানেও উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় কেএফসির সামগ্রী প্রচুর বিক্রি হয়ে থাকে। -টাইম হুয়াওয়ের নববর্ষ চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে ২০২০ সালের জন্য নতুন ভিশন বা রূপকল্প ঘোষণা করেছে। লক্ষ্য কোম্পানির বিক্রি বাট্টা বাড়ানো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা আরোপের পর ২০১৯ সালে কোম্পানিটির বিক্রি প্রায় ২০ শতাংশ কমে যায়। বেকার হয়ে পড়েছে অনেক স্টাফ। যাদের এখন বাগান পরিচর্যা ছাড়া আর কোন কাজ নেই। এসব কিছুর পরও বিশ্বের বৃহত্তম ফাইভ জি সরঞ্জামাদি সরবরাহকারী প্রতিষ্ঠানটির স্টাফরা নববর্ষে আনন্দ করা বাদ দেয়নি। - বিবিসি
×