ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ন্যানো ফার্টিলাইজার ও ন্যানো ফিশ ফিড উদ্ভাবন

প্রকাশিত: ০৯:৩০, ২৯ ডিসেম্বর ২০১৯

ন্যানো ফার্টিলাইজার ও ন্যানো ফিশ ফিড উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কৃষি কাজে ব্যবহৃত গতানুগতিক সারের বিকল্প ন্যানো সার এবং মৎস্য চাষে ব্যবহৃত বাজারের গতানুগতিক খাবারের বিকল্প ন্যানো খাবার উদ্ভাবন করে সফলতা পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) একদল গবেষক। কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান ও তার শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং যবিপ্রবির নিজস্ব অর্থায়নে পরিচালিত ল্যাবরেটরি অব ন্যানো-বায়ো এ্যান্ড এ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং গবেষণাগারে ন্যানো প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত সার ও মাছের খাবার মাঠ পর্যায়ে প্রয়োগে সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন এই গবেষক দল। ন্যানো সার ব্যবহারে বেশ কিছু সবজি চাষে যেমন ঢেঁড়স, মরিচ, লেটুস, বেগুন ন্যানো সার এবং বহুল পরিচিত তেলাপিয়া মাছসহ কিছু কার্প জাতীয় মাছে ন্যানো খাবারের ব্যবহার তাদের এই গবেষণায় সফলতা এনে দিয়েছে। প্রকল্প পরিচালক ড. মোঃ জাভেদ হোসেন খান জানান, কৃষি ও মৎস্য ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য এক নতুন উদ্ভাবন যা আমাদের কৃষি ও মৎস্য শিল্পে অগ্রণী ভূমিকা পালন করবে। যবিপ্রবির গবেষণাগারে উদ্ভাাবিত এই ন্যানো সারে মূলত উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ উপাদানসমূহ যেমন লৌহ, জিংক, খনিজ লবণসহ উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় উপাদান ব্যবহার করা হয়েছে যা উদ্ভিদের গ্রহণ করার পর অতিরিক্ত পরিমাণ থাকলে সেগুলো যদি পানিতে গিয়েও মেশে তাহলে পানির বাস্তুতন্ত্রের ওপর কোন প্রভাব ফেলবে না বরং এগুলো জলাশয়ের পানিতে মিশে মাছের সম্পূরক খাদ্য হিসেবে কাজ করবে। আর ন্যানো সার প্রয়োগ করা উদ্ভিদের মধ্যে মানবদেহের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদান বেশি পরিমাণে পাওয়া গিয়েছে।
×