ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বড়দিনের আগে হংকংয়ে ফের সংঘর্ষ

প্রকাশিত: ১১:২৪, ২৬ ডিসেম্বর ২০১৯

বড়দিনের আগে হংকংয়ে ফের সংঘর্ষ

হংকংয়ের পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ফের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। বিবিসি। বড়দিনের প্রাক্কালে বিক্ষোভকারীদের কেউ কেউ সান্তা ক্লজের টুপি ও বল্গাহরিণের শিং পরে বিক্ষোভে অংশ নেয়। কয়েকটি শপিং সেন্টারে বেশকিছু বিক্ষোভকারীরা র‌্যালি করে। অন্য বিক্ষোভকারীরা একটি জনপ্রিয় পর্যটন এলাকায় রাস্তায় অবস্থান নেয়। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশও বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ ও লাঠিপেটা করে। একটি বিতর্কিত প্রত্যার্পণ বিল প্রত্যাহারকে কেন্দ্র করে গত জুনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ এখন আরও বড় আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা এখন তাদের ওপর পুলিশের চালানো নির্যাতনের তদন্ত ও গণতান্ত্রিক সংস্কারের দাবি জানাচ্ছে। কয়েক মাসের অশান্ত পরিস্থিতির পর গত নবেম্বরে স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থীরা নজিরবিহীন বিজয় অর্জন করে। বড়দিনের উৎসব চলাকালে কিছু আন্দোলনকারী বেশকিছু বিক্ষোভের ডাক দিয়েছে।
×