ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আটটি প্রতিষ্ঠান পেল বিএবির সনদ

প্রকাশিত: ০৯:২১, ২৪ ডিসেম্বর ২০১৯

আটটি প্রতিষ্ঠান পেল বিএবির সনদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতে আটটি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানকে সনদ দিয়েছে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। সোমবার বিকেলে শিল্প মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আট প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ল্যাবরেটরি ঢাকার ওটিএস (প্রা.) লিসিটেড, বহুজাতিক ল্যাবরেটরি জার্মানভিত্তিক টুভ সুড বাংলাদেশ, তুরস্কভিত্তিক ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেড এবং আমেরিকাভিত্তিক মর্ডান টেস্টিং সার্ভিসেস (বিডি) লিমিটেড। এছাড়া গাজীপুরের ক্রিয়েটিভ ওয়াস লিমিটেড ল্যাবরেটরি, মির্জাপুরের নোমান টেরি টাওয়েশ টেস্টিং ল্যাবরেটরি, চট্টগ্রামের মেডিক্যাল ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ার এবং ঢাকার সার্টিফিকেশন সংস্থা কেজিএস কোয়ালিটি এ্যাকশন লিমিটেড। সনদ প্রদান অনুষ্ঠা?নে বিএবির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিএবি ৮০টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষার ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান এবং পরিদর্শন সংস্থাকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষম হয়েছে। এবার আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) নতুন ভার্সনের নির্ধারিত মান অনুযায়ী চারটি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, বিদ্যমান আইএসও মান অনুযায়ী দুটি টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, একটি মেডিক্যাল ল্যাবরেটরি এবং একটি সার্টিফিকেশন বডিকে সনদ প্রদান করা হয়। শিল্প সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএবির মহাপরিচালক মনোয়ারুল ইসলাম, সনদপ্রাপ্ত ল্যাবরেটরি ক্রিয়েটিভ ওয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হা-মীম গ্রুপের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, এপিক হেলথ কেয়ার, চট্টগ্রামের চেয়ারম্যান এস এম লোকমান কবির, বহুজাতিক ল্যাবরেটরি টুভ সুডের বাংলাদেশের কান্ট্রি প্রধান সতীশ কুমার সমুরাজ এবং ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মেহেমেদ হাকান তজুন প্রমুখ উপস্থিত ছিলেন।
×