ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন কমেছে ১১.১৪ শতাংশ

প্রকাশিত: ০৯:৪৯, ২২ ডিসেম্বর ২০১৯

ডিএসইতে লেনদেন কমেছে ১১.১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এবং কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন গড়ে ১১ দশমিক ১৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬২৬ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫৭৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার ৭০৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৫৫ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭৮ টাকা বা ২৮ দশমিক ৯১ শতাংশ। এবং গড়ে লেনদেন কমেছে ৩৫ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৫৩৪ টাকা। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪০৭ টাকা, এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকা। গত সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৭০ দশমিক ৬৮ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ৭৯০ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার ৬২৬ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩৬ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৭০৪ টাকার। লেনদেনে গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ১৬২ কোটি ৫ লাখ ৯১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৯৫ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা। সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ১২ দশমিক ২০ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫৩ কোটি ৬৮ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেল সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ২ দশমিক ৬৩ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকা। আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। এদিকে, গত সপ্তাহে ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১১টি, কমেছে ২০৮টি, অপরিবর্তিত রয়েছে ৩৭টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
×