ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেরা পাঁচে লাবুশানে

প্রকাশিত: ১২:১৮, ১৭ ডিসেম্বর ২০১৯

সেরা পাঁচে লাবুশানে

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুতে ছিলেন ১১০তম স্থানে। এ্যাশেজে স্টিভেন স্মিথের বদলি হিসেবে সুযোগ পাওয়ার পর থেকেই মার্নাস লাবুশানে আছেন অতিমানবীয় ফর্মে। প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছিলেন এ মাসের শুরুতে। বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এবার জায়গা করে নিয়েছেন সেরা পাঁচে। সেরা দশে জায়গা করে নিতে কেবল ১১ টেস্ট লেগেছিল লাবুশানের। পরের টেস্ট খেলেই উঠে গেলেন শীর্ষ পাঁচে। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পার্থ টেস্টে প্রথম ইনিংসে ১৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে লাবুশানে করেছিলেন ৫০। ক্যারিয়ারের প্রথম ১৫ ইনিংসে লাবুশােেনর ছিল না কোন সেঞ্চুরি। পরের তিন ইনিংসে তিন অঙ্কের স্বাদ পেয়েছেন তিনবার। চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি রানও এখন পর্যন্ত লাবুশানের। ১০ টেস্টের ১৫ ইনিংসে করেছেন ১ হাজার ২২ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৬টি। ব্যাটিংয়ের সেরা চারে কোন পরিবর্তন নেই। সেখানে আছেন যথাক্রমে বিরাট কোহলি, স্মিথ, কেন উইলিয়ামসন ও চেতেশ্বর পুজারা। প্রথমবার সেরা দশে বাবর আজম (৯ম)। অবিশ্বাস্য ফর্মে থাকা পাকিস্তান ব্যাটসম্যান টি২০তে আছেন শীর্ষে, ওয়ানডেতে দুইয়ে। পার্থে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া মিচেল স্টার্ক বোলারদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন। এর আগে ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন নিউজিল্যান্ডের নিল ওয়েগনারও। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নিয়ে বাঁহাতি পেসার একধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন তিনে। ৯ উইকেট নিয়ে কিউই পেসার টিম সাউদি ফিরেছেন সেরা দশে। বোলারদের শীর্ষে আগের মতোই প্যাট কামিন্স, দুইয়ে কাগিসো রাবাদা। সেরা পাঁচ অলরাউন্ডার যথাক্রমে জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, ভারনন ফিল্যান্ডার ও মিচেল স্টার্ক। ক্যারিয়ারে প্রথম পাঁচে স্টার্ক।
×