ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন কোচ নিয়োগ দিলেন ওসাকা

প্রকাশিত: ১২:০৯, ১৭ ডিসেম্বর ২০১৯

নতুন কোচ নিয়োগ দিলেন ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে নতুন প্রত্যয়ে শুরু করতে চান নাওমি ওসাকা। সেই লক্ষ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছেন জাপানের এই তারকা খেলোয়াড়। এবার অভিজ্ঞ উইম ফিসেত্তেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে তার প্রতিনিধি। এর ফলে এক বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ কোচ নিয়োগ করলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। গত বছরেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন ওসাকা ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েন তিনি। ব্যাক টু ব্যাক মেজর শিরোপা জয়ের নতুন কীর্তি গড়েন জাপানের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন তিনি। এরপর ফেব্রুয়ারিতে সাসা বাজিনকে বরখাস্ত করেন ওসাকা। যার অধীনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ওসাকা। সাসা বাজিনের পর জার্মেইন জেনকিনসের সঙ্গে নতুন করে পথচলা শুরু করেন জাপানের তরুণ এই প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু খুব বেশিদূর এগোতে পারেননি তিনি। সেপ্টেম্বরেই জেনকিনসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ওসাকা। মৌসুমের শেষের সময়টাতে ওসাকার কোচের দায়িত্ব নেন তার বাবা লিওনার্ড ফ্র্যাঙ্কোইজ। তার অধীনে দুটি শিরোপাও জিতেন ওসাকা। তবে নতুন মৌসুম শুরুর আগেই নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিলেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। ওসাকার লক্ষ্য এবারও শিরোপা নিজের শোকেসে তোলা। সে জন্যই উইম ফিসেত্তেকে কোচ হিসেবে নিয়োগ দিলেন তিনি। ফিসেত্তের কোচিং ক্যারিয়ার বেশ ঝলমলে। এর আগে চার গ্র্যান্ডস্লাম জয়ী খেলোয়াড়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তারা হলেন, বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং জার্মানির এ্যাঞ্জেলিক কারবার।
×