ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হংকং বিক্ষোভকারীদের পাশে থাকবে তাইওয়ান

প্রকাশিত: ০৯:১১, ১২ ডিসেম্বর ২০১৯

হংকং বিক্ষোভকারীদের পাশে থাকবে তাইওয়ান

চীন যদি হংকং বিক্ষোভকারীদের স্তব্ধ করতে বড় ধরনের শক্তি প্রয়োগ করে। এতে বাস্তচ্যুত লোকদের পাশে দাঁড়াবে তাইওয়ান। এছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে সংগ্রামরত হংকংবাসীর সকল প্রকার সহায়তা দেবে তাইপে। মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসফ উ এক সাক্ষাতকারে কথা বলেন। খবর এপির। জোসেফ বলেন, আমাদের হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোন অভিপ্রায় নেই। হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী তাইওয়ানে আশ্রয় চাইছে। বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছে। চলমান বিক্ষোভে চীনা হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, চীনা বাহিনী বিক্ষোভে হস্তক্ষেপ করলে বিক্ষোভ আরও উস্কে যাবে। হংকং বিক্ষোভকারীদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ হলে বিক্ষোভকারীদের সহায়তা নিয়ে আমরা আলাদা করে ভাবব। তিনি বলেন, হংকং পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠলে তাইওয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে উদ্বাস্তুদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারে। হংকংয়ে গত ছয় মাস ধরে চীন বিরোধী বিক্ষোভ চলছে। এরপর থেকে হংকং সীমান্তের পাশে শেনজেন এলাকায় বিপুল সংখ্যক চীনা বাহিনী আশ্রয় নিয়ে রয়েছে। একই সঙ্গে হংকংয়েও চীনের সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে কয়েক হাজার চীনা সৈন্য অবস্থান করছে। এ প্রসঙ্গে জোসফ উ বলেন, চীনের এ ধরনের পদক্ষেপ থেকেই বোঝা যায় যে, চীন হংকংবাসীর সঙ্গে ঠিক কোন ধরনের আচরণ করছে। তারা মনে করছে, চীন আজ তাইওয়ানের সঙ্গে যেমন আচরণ করে একদিন হংকংয়ের সঙ্গেও একই আচরণ করতে পারে। উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইওয়ানকে নিজেদের ভূখ- বলে দাবি করে। তারা মনে করে, তাইওয়ানের ফের চীনের সঙ্গে মিশে যাওয়া উচিত।
×