ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইরাকের অঘোষিত সফরে মাইক পেন্স

প্রকাশিত: ০৯:০৮, ২৫ নভেম্বর ২০১৯

 ইরাকের অঘোষিত  সফরে মাইক  পেন্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শনিবার গোপনে ইরাক সফর করেছেন। দুই মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের নির্দেশের পর এটিই ইরাকে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধির সফর। সফরের গোপনীয়তা বজায় রাখতে একটি সি-১৭ মিলিটারি কার্গো জেটে তিনি বিবদমান এলাকাটি পরিদর্শনে যান। ইরাকি কুর্দিস্তান প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে সাক্ষাত করতে তিনি ইরবিলে অবতরণ করেন। মার্কিন সৈন্য প্রত্যাহরের ট্রাম্পের ঘোষণার পর গত মাসে তুরস্কের অভিযানে সিরিয়ার কুর্দিদের চরম ভোগান্তির পর আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন মিত্রটিকে সাহায্য অব্যাহত রাখার পুনঃনিশ্চয়তা দিতেই এই সফর করা হয় বলে মনে করা হচ্ছে। এর আগে পেন্স ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটিতে দায়িত্বরত সৈন্যদের কথা শোনেন। এসময় তিনি ফোনে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহাদির সঙ্গে কথা বলেন। ওই ঘাটি থেকেই গত মাসে সিরিয়ায় আইএস নেতা আবু বকর আল-বাগদাদির অবস্থানে হামলা চালানো হয়। হামলার এক পর্যায়ে বাগদাদি নিজেকে বোমায় উড়িয়ে দেন। গত পাঁচ সপ্তাহের মধ্যে ওই অঞলে এটা পেন্সের দ্বিতীয় সফর। গত মাসে উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান বন্ধ করতে যুদ্ধবিরতি আলোচনার জন্য ট্রাম্প তাকে ঝটিকা সফরে আঙ্কারা পাঠিয়েছিলেন। ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের পদক্ষেপ তার অফিসে বসার পর গুরুতর সমালোচনার মধ্যে একটির জন্ম দেয়। -এপি
×