ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এশিয়াটিক ইএক্সপির ‘২০ ইয়ার্স আর্টসেলিজম’ শীর্ষক কনসার্ট

প্রকাশিত: ০৯:০৪, ২৫ নভেম্বর ২০১৯

 এশিয়াটিক ইএক্সপির ‘২০ ইয়ার্স আর্টসেলিজম’  শীর্ষক কনসার্ট

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জগতে জপ্রিয় নাম আর্টসেল। তারুণ্যের উন্মাদনায়, প্রগ্রেসিভ মেটালের উল্লাসে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ব্যান্ড দলটি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এই উদযাপনকে কেন্দ্র করে আগামী ২৪ ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড ‘২০ ইয়ার্স আর্টসেলিজম’ শিরোনামে বিশেষ একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। সম্প্রতি আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেডের মধ্যে ‘২০ ইয়ার্স আর্টসেলিজম’ আয়োজনে চুক্তিবদ্ধ হয়। আয়োজকরা আশা করেন ‘২০ ইয়ার্স আর্টসেলিজম’ বাংলাদেশে আউটডোর মেটাল কনসার্টের নতুন সূচনা হবে। ইতোমধ্যেই এই কনসার্ট আয়োজনের কাজ অনেকাংশেই সম্পন্ন হয়েছে। শীঘ্রই এই কনসার্টের টিকেট টিকেটিং ওয়েবসাইট-এ পাওয়া যাবে। আর্টসেল ছাড়াও এ আয়োজনে নতুন প্রজন্মের বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে বিখ্যাত সব ব্যান্ড অংশগ্রহণ করবে।
×