ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে বরখাস্তকৃত ব্যক্তি একই চেয়াওে চার বছর!

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ নভেম্বর ২০১৯

বাউফলে বরখাস্তকৃত ব্যক্তি একই চেয়াওে চার বছর!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ১৪ নবেম্বর ॥ নারী, শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে হাজতবাস করায় জেলা প্রশাসক কর্তৃক বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী মোঃ হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হলেও তিনি একই চেয়ারে প্রায় ৪ বছর ধরে দাফতরিক কাজ করছেন। অথচ তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল সহকারী কমিশনার (ভূমি) অফিসের প্রধান সহকারী (অফিস সহকারী কাম কম্পিউটর মুদ্রাক্ষরিক) মোঃ হাবিবুর রহমান নারী ও শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত দুটি ফৌজদারি মামলায় (মামলা নম্বর যথাক্রমে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পটুয়াখালী ৩২৫/২০১৫ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিআর ৪৩/২০১৫) দুই দফায় হাজতবাস করায় চাকরি বিধিমালার বিএসআর পার্ট-১ এর ৭১ ধারা অনুযায়ী ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পটুয়াখালীর তৎকালীন জেলা প্রশাসক অমিতাভ সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। জেলা প্রশাসকের ওই আদেশের প্রেক্ষিতে বাউফলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান ২০১৫ সালের ২৯ ডিসেম্বর প্রধান সহকারী মোঃ হাবিবুর রহমানকে একই অফিসের অফিস সহকারী কাম কম্পিউটর মুদ্রাক্ষরিক মোঃ সানোয়ার হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেন। কিন্তু রহস্যজনক কারণে তিনি দায়িত্ব হস্তান্তর না করে প্রায় ৪ বছর ধরে তার দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ড রুমের চাবিও তার কাছে থাকে। অথচ এখন পর্যন্ত তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়নি। বিভিন্ন মাধ্যমে তদবির করে তিনি ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখছেন। তিনি ভূমি অফিসের কানুনগোর কার্যালয়ের সামনের একটি রুমে শুরু থেকেই অদ্যাবধি বসবাস করছেন, যা নিয়মের পরিপন্থী। এ ব্যাপারে সাময়িক বরখাস্তকৃত প্রধান সহকারী মোঃ হাবিবুর রহমান বলেন, আমি অফিস করলেও কোন দাফতরিক কাজকর্ম করছি না। কিন্তু তার কাজকর্ম করার প্রমাণ জনকণ্ঠের প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে, এমন প্রশ্ন করা হলে, তিনি কোন উত্তর দেননি। বাউফলের ইউএনও ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি পিজুস চন্দ্র দে বলেন, উনি (বরখাস্তকৃত মোঃ হাবিবুর রহমান) দাফতরিক কোন কাজকর্ম করতে পারবেন না। কিন্তু অফিসের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বেলন, বিষয়টি তাৎক্ষণিক আমার নলেজে নেই। আপনি সংশ্লিষ্ট অফিসের সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলুন। তবে কোন ফৌজাদারি মামলায় চার্জশীটভুক্ত আসামির দাফতরিক কাজকর্ম করার কোন ইখতিয়ার নেই।
×