ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনলাইনে ভ্যাট রিটার্ন ফরম পূরণ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ অক্টোবর ২০১৯

 অনলাইনে ভ্যাট রিটার্ন ফরম পূরণ বিষয়ক কর্মশালা

দেশের রাজস্ব আদায় আধুনিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধিকল্পে সরকার নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বা ভ্যাট আইনের অধীনে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমা দেয়ার কার্যক্রম শুরু করেছে। ফলে, ব্যবসায়ীরা এখন অনলাইনে ঘরে বসেই ভ্যাট নিবন্ধন নিতে এবং অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতাগণ যাতে রিটার্ন ফরমটি যথাযথভাবে পূরণ করতে পারেন বা কোন সমস্যার সম্মুখীন না হন সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ভ্যাট অনলাইন প্রকল্প দফতরের প্রশিক্ষণ কক্ষে করদাতাদের উদ্দেশে খরাব Environment-এ অনলাইন রিটার্ন বিষয়ক কর্মশালা ২৩-৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১২(বারো) টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হতে প্রায় ৩০০ জন ভ্যাট প্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×