ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াকার্স পার্টি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ॥ মেনন

প্রকাশিত: ০৬:৪০, ১৯ অক্টোবর ২০১৯

ওয়াকার্স পার্টি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ॥ মেনন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ওয়াকার্স পার্টি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আজ শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা কমিটির সম্মেলনের উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের চার কোটি মানুষ এখনো দারিদ্রসীমার নিচে বাস করছে। তাই এসব দারিদ্রপীরিত মানুষের জন্য পেনশন স্কীম চালু করতে হবে। ওয়াকার্স পার্টি জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড আনিছুর রহমান মল্লিক। বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান প্রমুখ। এরআগে বেলা এগারটায় টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধণ করা হয়।
×