ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

স্বর্ণ আমদানির লাইসেন্স পেতে ২২ আবেদন

প্রকাশিত: ০৯:২০, ২ অক্টোবর ২০১৯

স্বর্ণ আমদানির লাইসেন্স পেতে ২২ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বর্ণ আমদানির ডিলার লাইসেন্স পেতে ২২টি আবেদন পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আবেদনের শেষ দিন ছিল গত সোমবার। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কোন ব্যবসায়ী পাঁচ লাখ টাকার ব্যাংক ড্রাফট করলে আবেদন হিসেবে বিবেচনায় নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ডিলারশিপের জন্য আবেদন করেছে নতুন প্রজন্মের মধুমতি ব্যাংক। বাকি সব জুয়েলারি প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকারের ভেনাস জুয়েলার্স, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালার ডায়মন্ড ওয়ার্ল্ড, ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খানের শারমিন জুয়েলার্স, সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলামের আমিন জুয়েলার্স, সাবেক সভাপতি ড. দিলীপ কুমার রায়ের গ্রামীণ জুয়েলার্স, জড়োয়া জুয়েলার্সসহ ২২টি প্রতিষ্ঠান। জানা গেছে, স্বর্ণ আমদানির লাইসেন্স দেয়ার লক্ষ্যে এরই মধ্যে যাচাই-বাছাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আবেদনের সঙ্গে জমা দেয়া সব কাগজপত্র দেখার পাশাপাশি সরেজমিন যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শর্ত অনুযায়ী সব ঠিক রয়েছে কি-না তা দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ভল্টসহ বিভিন্ন তথ্য যাচাই শেষ হয়েছে বলে জানা গেছে। স্বর্ণ আমদানির লাইসেন্সের জন্য গত ১৯ মার্চ থেকে আবেদনপত্র বিতরণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। অফেরতযোগ্য পাঁচ লাখ টাকার পে-অর্ডার এবং প্রয়োজনীয় অন্য কাগজপত্রসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। আবেদনের নীতিমালায় আরও বলা হয়, স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ‘গোল্ড ডিলার লাইসেন্স’ নিতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানের ন্যূনতম মূলধন থাকতে হবে এক কোটি টাকা। স্বর্ণ রক্ষণাবেক্ষণের জন্য বুলিয়ান ভল্টের ব্যবস্থা থাকতে হবে। আমদানিকারক প্রতিষ্ঠানের কমপক্ষে ৭৫০ বর্গফুটের একটি অফিস থাকতে হবে। সব শর্ত মেনে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান আমদানির পর সর্বোচ্চ ১০ শতাংশ কমিশনসহ বিক্রি করতে পারবে।
×