ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে ‘রুপালি গিটার’ ॥ উদ্বোধন করলেন মেয়র

প্রকাশিত: ০৯:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

 আইয়ুব বাচ্চু স্মরণে চট্টগ্রামে ‘রুপালি গিটার’ ॥ উদ্বোধন করলেন মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘এই রুপালি গিটার ছেড়ে একদিন চলে যাব বহুদূরে’, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গাওয়া একটি জনপ্রিয় গান। এ গানে সুরের জাদু যেমন রয়েছে, তেমনি আছে অনেক কষ্ট। আইয়ুব বাচ্চু যে গানগুলোর জন্য সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবেন তার মধ্যে একটি গান ‘রুপালি গিটার।’ সেই রুপালি গিটারের দৃষ্টিনন্দন ও শৈল্পিক উপস্থাপনা চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে। ১৮ ফুট উচ্চতার এ গিটার উন্মোচিত হয়েছে, যা থমকে দিচ্ছে পথচারীদের। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে রুপালি গিটার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু চট্টগ্রামেরই সন্তান। তবে গিটারিস্ট হিসেবে তাঁর খ্যাতি দেশ ছাড়িয়ে উপমহাদেশ জুড়ে। এ রকস্টারের মৃত্যুতে কেঁদেছিল পুরো সঙ্গীত অঙ্গন। জনপ্রিয় এ সঙ্গীত তারকার নামাজে জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেছিলেন, আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হবে। কথা রেখেছেন মেয়র। চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় একটি জনবহুল স্থান। সেখানেই স্থাপন করা হয়েছে রুপালি গিটার। ১৮ ফুট উচ্চতার এ গিটার চমকে দিচ্ছে পথচারীদের। গত সোমবার রাতে এ গিটার উন্মোচন করা হয়। রাতে বিদ্যুতের আলোয় মুগ্ধতা ছড়াচ্ছে পুরো এলাকায়। সূর্যের আলোতে গিটারের চিকচিকি। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বুধবার সন্ধ্যায় ‘রুপালি গিটার’ উদ্বোধন করেন। প্রবর্তক মোড় ও আশপাশের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। পুরো অর্থের যোগান হয়েছে আউট সোর্সিংয়ের মাাধ্যমে। এ প্রকল্পের আওতায় রয়েছে সড়কের বিউটিফিকেশন, ওয়ার্কওয়ে নির্মাণ, দেয়ালে ম্যুরাল ও সবুজায়নে। দুটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে সিটি কর্পোরেশনের সঙ্গে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন এলআরবির লিড গিটারিস্ট ও দেশের অন্যতম সেবা ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ২০ অক্টোবর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় ছিল কোন সঙ্গীতশিল্পীর জন্য স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। এরপর তাঁকে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডের বাইশ মহল্লা চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর এক বছর পূর্তি হওয়ার এক মাস আগেই তাঁর সেই বিখ্যাত গানকে উপজীব্য করে স্থাপিত হলো বিশাল রুপালি গিটার।
×