ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের সর্বোচ্চ দরবৃদ্ধিতেও সূচক বাড়েনি

প্রকাশিত: ০৯:৩৭, ২০ সেপ্টেম্বর ২০১৯

গ্রামীণফোনের সর্বোচ্চ দরবৃদ্ধিতেও সূচক বাড়েনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের দাবি করা গ্রামীণফোনের কাছে পাওনা টাকা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব আদালত নয়, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দরে বড় উত্থান হয়েছে। তবে এমন সুখবরও শেয়ারবাজারকে উত্থানে ফেরাতে পারেনি। দিন শেষে উভয় শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ২ বছর ৯ মাস ১৩ দিন বা ৬৮২ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ডিএসইএক্স সূচক বৃহস্পতিবারের থেকে কম স্থানে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৮৪৬ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক নামে মাত্র বেড়েছে। ডিএসইতে ৩৮৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৩ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে লেনদেন ১৩ কোটি ৪৩ লাখ টাকা বেশি হয়েছে। ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৬৯টির বা ৭৬ শতাংশের এবং ৩৮টি বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের। এদিন কোম্পানিটির ১৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের ১৮ কোটি ৯২ লাখ টাকার এবং ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্কয়ার ফার্মা। ডিএসইর সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : মুন্নু জুট স্টাফলার্স, বিকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু সিরামিক এবং ন্যাশনাল পলিমার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। ১৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×