ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:০০, ৩০ আগস্ট ২০১৯

যুবকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ আগস্ট ॥ যৌতুকের দাবিতে বিউটি বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিটের মামলায় স্বামী রানা মিয়ার (২৫) ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা একমাত্র আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডিত রানা মিয়া সদর উপজেলার নন্দীরপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। জানা যায়, ২০১৭ সালের ১২ মে সকালে স্ত্রী সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দরিদ্র কৃষক আনসার আলীর মেয়ে বিউটি বেগমের কাছে ১ লাখ টাকা যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয় স্বামী রানা মিয়া। মোটরসাইকেলের ইঞ্জিনে ফেনসিডিল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় অভিনব কায়দায় বহনের সময় মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতর ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় চার পুলিশ মিলে চোরাকারবারী মোটরসাইকেল চালককে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার উপজেলার তুলশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাঘা সীমান্ত এলাকার আলাইপুর থেকে একটি মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে নিজ গ্রাম তুলশিপুরে ফিরছিল ওই গ্রামের চোরাকারবারী বাদশা (৩৮)।
×