ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ১০:৩৫, ২৭ আগস্ট ২০১৯

 স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই স্মারক মুদ্রা ৫০ হাজার টাকায় বিক্রি হবে। এতোদিন এটি ৪৫ হাজার টাকায় বিক্রি হতো। বাজারে সোনার দাম বাড়ায় এই স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০০০ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পূনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দুটির মূল্য ৯০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
×