ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রিং শাইনের আইপিও আবেদন ২৫ আগস্ট থেকে শুরু

প্রকাশিত: ১২:১৩, ৪ আগস্ট ২০১৯

রিং শাইনের আইপিও আবেদন ২৫ আগস্ট থেকে শুরু

রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ শুরু হবে ২৫ আগস্ট থেকে। আবেদন গ্রহণ চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছাড়বে তারা। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯তম কমিশন সভায় রিং শাইন টেক্সটাইলসের আইপিও অনুমোদন করা হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×