ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফের নাকচ ট্রাম্পের প্রস্তাব

প্রকাশিত: ০৭:৪৪, ৩ আগস্ট ২০১৯

ফের নাকচ ট্রাম্পের প্রস্তাব

কাশ্মীর সমস্যার সমাধানে ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার বলেছেন, ভারত ও পাকিস্তান চাইলে আমি কাশ্মীর সমস্যার সমাধানে সহায়তা করতে প্রস্তুত। গত মাসেও ট্রাম্প এ বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এদিকে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। এনডিটিভি, দ্য হিন্দু ও পিটিআই। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি কাশ্মীর সমস্যা নিয়ে যুগ যুগ ধরে চলে আসার সমস্যার সমাধানে সহায়তা করতে প্রস্তুত। উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কাশ্মীর সমস্যার সমাধানে ওয়াশিংটনের সহায়তা চান বলে খবরে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকে কাশ্মীর সমস্যার সমাধানে সহায়তার কথা বলেন। এই বিষয়টি নিয়ে ভারতে নানা আলোচনা-সমালোচনা হয়। মার্কিন সাংবাদিকরা বৃহস্পতিবার ট্রাম্পের সেই প্রস্তাবের অগ্রগতি জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প একই কথা বলেন। ট্রাম্প বলেন, ভারত আমার প্রস্তাব মেনে নেয়নি। এ সময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি মনে করি উভয় নেতাই অত্যন্ত ভাল মনের মানুষ। তারা উভয়ই রাজনীতি ভাল বোঝেন। এই দুই নেতা যদি আমাকে এ বিষয়ে সমঝোতা করার দায়িত্ব দেন, আমি উভয়ের সঙ্গেই কথা বলব। কারণ কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার সমাধান হওয়া উচিত। আপনি এই সমস্যা কীভাবে সমাধান করতে চান-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান যদি চায়, আর এ কাজে তারা যদি আমাকে চায়-আমি অবশ্যই আলোচনা করতে রাজি। গত কাশ্মীর সমস্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্যে ভারতে প্রতিবাদের ঝড় ওঠে। ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর সমস্যার সমাধানে তার সাহায্য চেয়েছেন। ট্রাম্প বলেছিলেন, এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি। তবে এই ধরনের কোন কথা মোদি বলেননি বলে সাফ জানায় ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়ে বলেন, এই সমস্যা ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ, যা দ্বিপাক্ষিক আলোচনাতেই মেটানো যায়। তৃতীয় কোন পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। জয়শঙ্কর শুক্রবার টুইট বার্তায় বলেন, কাশ্মীর নিয়ে কোন তৃতীয় পক্ষ নয়, কেবল ইসলামাবাদের সঙ্গে সরাসরি আলোচনা হতে পারে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আলোচনায় আমি ইতোমধ্যে তাকে বিষয়টি অবহিত করেছি। উল্লেখ্য, পরমাণু অস্ত্রধারী চিরবৈরী দুই প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুটি অমীমাংসিত অবস্থায় রয়েছে । এই ইস্যুতে দেশ দুটির মধ্যে প্রায়ই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। জয়শঙ্কর আরও লেখেন, আমি শুক্রবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তাকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, কাশ্মীর সমস্যা নিয়ে যে কোন দ্বিপাক্ষিক আলোচনা শুধু পাকিস্তানের সঙ্গেই হতে পারে। ব্যাঙ্ককে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এস জয়শঙ্কর। এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আলোচক হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।
×