ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিপন-সাচি নূরের ‘ওরা সব পারে’

প্রকাশিত: ০৮:২৬, ২৮ জুলাই ২০১৯

 শিপন-সাচি নূরের ‘ওরা সব পারে’

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে মুক্তির মিছিলে যুক্ত হলো এস নূর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের মিউজিক্যাল ফিল্ম ‘ওরা সব পারে’। হুমায়ুন রশিদ সম্রাটের পরিচালনায় এই মিউজিক্যাল ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেত্রী সাচি নূর সাচি, সিনিয়র অতিরিক্ত সচিব, জাদু শিল্পী ও অভিনেতা পীরজাদা হারুন। চিত্রগ্রহণে ছিলেন সোহান হাওলাদার। মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে চিত্রনায়ক শিপন বলেন, আমি দীর্ঘদিন মিউজিক্যাল ফিল্ম থেকে বিরত। নাটক, চলচ্চিত্র নিয়েই ব্যস্ত। আসছে ঈদ-উল-আজহায় আমার আরও এক চলচ্চিত্র। রাজু আলীম পরিচালিত ‘ভালবাসার রাজকন্যা’ শিরোনামের চলচ্চিত্রটি এই ঈদেই মুক্তির সম্ভাবনা রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছি আমি ও অভিনেত্রী মৌসুমি হামিদ। এদিকে মিউজিক্যাল ফিল্ম ‘ওরা সব পারে’র কাহিনী আমার খুব ভাল লেগেছে তাই কাজটি করলাম। এ প্রসঙ্গে অভিনেত্রী সাচি নূর বলেন, মিউজিক্যাল ফিল্মের কাহিনীটি আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। কাজটি করে আমার ভাল লেগেছে। পরিচালক সম্রাট ভাই অনেক যত্ন করে কাজটি করেছেন। আমার সহশিল্পী চিত্রনায়ক শিপন অনেক সহযোগিতা করেছে। আশা করি দর্শকদের এই মিউজিক্যাল ফিল্মটি খুব ভাল লাগবে। জীবনের চলার পথের বাস্তব ঘটনা নিয়ে এই প্রথম একটি মিউজিক্যাল ফিল্মে প্লে-ব্যাক করলেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। গানটি লেখা, সুরও তার করা। বিশিষ্ট অভিনেতা ও জাদু শিল্পী পীরজাদা হারুন এই মিউজিক্যাল ফিল্ম সম্পর্কে বলেন, আমি সরকারের একজন উচ্চপদস্থ আমলা হওয়ার পরেও একজন বকলম মূর্খ অনেক টাকা পয়সাওয়ালার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটাকে আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরা আমার অভিনয় দেখে মজা ও আনন্দ পাবেন। মিউজিক্যাল ফিল্মটি আহমেদ সাব্বির রোমিও বলেন, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এস নূর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান বিউটি খান ও এস নূর মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালকের প্রতি। তাদের সহযোগিতার কারণেই আমার এই মিউজিক্যাল ফিল্মটি আসছে ঈদ-উল-আজহায় মুক্তির মিছিলে যুক্ত হলো এস নূর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। পরিচালক হুমায়ুন রশিদ সম্রাট বলেন, মূলত আমি নাটক, টেলিফিল্ম, টিভিসি নির্মাণ করে থাকি। এটি আমার নির্মিত দ্বিতীয় মিউজিক্যাল ফিল্ম। সাংবাদিক, অভিনেতা রোমিও ভাইয়ের জীবনের প্রথম মিউজিক্যাল ফিল্ম এটা। যেখানে উনি নিজেই প্লে-ব্যাক করলেন। ইউনিটের সবাই একটি পরিবারের সদস্য হিসেবে কাজ করে চেষ্টা করেছি ভাল কিছু উপস্থাপন করতে। আশা করি দর্শকদের মেকিংটি ভাল লাগবে।
×