ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানী দাবড়াচ্ছে ৩০ থেকে ৪০ কিশোর গ্যাং

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ জুলাই ২০১৯

 রাজধানী দাবড়াচ্ছে ৩০ থেকে  ৪০ কিশোর গ্যাং

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সক্রিয় আছে ৩০ থেকে ৪০টি কিশোর গ্যাং। অপরাধ ঠেকাতে তাদের ওপর নজর রাখছে র‌্যাব। ভবিষ্যত প্রজন্মকে অপরাধী হওয়া বা মাদকাসক্তি থেকে বাঁচাতে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক একরামুল হাসান। আজকের কিশোর আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। অথচ বয়োসন্ধির উন্মাতাল সময়ে কেউ কেউ জড়িয়ে পড়ছে অপরাধে। ইভটিজিং, মাদকাসক্তি থেকে ধর্ষণ, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধেও পড়ছে জড়িয়ে। যেমন গাজীপুরের এক মা তার একমাত্র ছেলে শুভকে হারিয়েছেন। তারই সহপাঠী এবং একই গ্যাঙের অন্য চার কিশোর তার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে র‌্যাবের হাতে আটক হয়েছে। এমন বাড়ন্ত শিশুদের সংশোধনে সর্বোচ্চ কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে র‌্যাব। চিহ্নিত করার পাশাপাশি চলছে অভিযান। শুধু কিশোর অপরাধ দমনই নয়, সংশোধনের জন্যও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে র‌্যাব।
×