ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রিয়ার বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই ॥ সম্প্রীতি বাংলাদেশ

প্রকাশিত: ১০:১৭, ২২ জুলাই ২০১৯

 প্রিয়ার বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই ॥ সম্প্রীতি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের নেত্রী প্রিয়া সাহার করা অভিযোগের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই বলে দাবি করেছে সম্প্রীতি বাংলাদেশ। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটির আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায় বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অসত্য অভিযোগ প্রিয়া সাহা করেছেন সেজন্য তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা নেয়া উচিত। সংবাদ সম্মেলনের সময় সংগঠনটির ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশে বিদ্যমান সম্প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মিথ্যাচারের প্রতিবাদ’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সাবেক সচিব নাসির উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, ড. রমনি মোহন দেবনাথ, মিলন ভান্তে, করুনা ভান্তে প্রমুখ। পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষ নিখোঁজ হয়েছে, যা অবাস্তব ও বানোয়াট বলে ধরে নেয়া যায়। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন কোন তথ্য বা পরিসংখ্যান নেই। প্রিয়া সাহার অভিযোগের বিষয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সম্প্রীতি বাংলাদেশ প্রিয়া সাহার এ নির্লজ্জ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাই। তিনি কাদের প্ররোচণায়, কোন উদ্দেশ্যে এমন মিথ্যাচার করেছেন, সে বিষয়ে একটি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ঘটনাটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয় উল্লেখ করে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সুষ্ঠু তদন্তে অবশ্যই থলের আসল বেড়ালদের চেহারা বেরিয়ে আসবে। তবে প্রিয়া সাহাকে শিখন্ডী বানিয়ে কোন দুষ্টচক্র বা স্বার্থন্বেষী মহল ঘোলা পানিতে যেন মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সংঘবদ্ধ থাকতে হবে।
×