ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবার মাদ্রাসা ছাত্রকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হলো

প্রকাশিত: ০৮:৪২, ১৬ জুলাই ২০১৯

 এবার মাদ্রাসা ছাত্রকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হলো

‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করানো এবং এতে আপত্তি করলেই মারধর ক্রমান্বয়ে বেড়েই চলছে। এবার এ ধরনের ঘটনা ঘটল ভারতের মুর্শিদাবাদের সাগরদীঘিতে। রবিবার সকালে জনসি এলাকায় কিশোর এক মাদ্রাসা ছাত্রকে ধরে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হয় বলে অভিযোগ উঠেছে। প্রথমে বলতে আপত্তি করায় মাদ্রাসার ছাত্র রাজিবুল আলমকে বেধড়ক মারধর করা হয়। তারপর মোটরসাইকেলে পালিয়ে যায় দুই যুবক। এরপর ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। জনসি আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ’ বাসিন্দা প্রায় দুই ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আটক করা হয় চারজনকে। পুলিশ জানায়, আটক সবাই দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকটি মোটরসাইকেলে ১০/১২ যুবক ইসলামপুর থেকে তারকেশ্বর যাচ্ছিল। -ওয়েবসাইট
×