ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তুরস্কে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান আগামী সপ্তাহে

প্রকাশিত: ০৯:১৭, ৬ জুলাই ২০১৯

 তুরস্কে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান আগামী সপ্তাহে

রাশিয়ার কাছ থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর প্রথম চালান আগামী সপ্তাহে তুরস্কে পৌঁছবে। রবিবার রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটি থেকে এস-৪০০ এর প্রথম চালান তুরস্কের উদ্দেশে রওনা দেবে। ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন দেখভাল করতে রুশ কর্মকর্তাদের একটি দলও সোমবার তুরস্কে পৌঁছবে। ইয়াহু নিউজ। মস্কো কিংবা আঙ্কারা এ বিষয়ে মুখ খোলেনি। এস-৪০০ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ এখন তুঙ্গে। রুশ এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান তুরস্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিত্র ন্যাটো দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে, তুরস্কের কেনা রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিলে আঙ্কারার কাছে এফ-৩৫ জঙ্গীবিমান বিক্রি করা হবে না বলেও সতর্ক করেছিল তারা। ওয়াশিংটন এরই মধ্যে তুরস্কে লকহিড মার্টিনের বানানো এফ-৩৫ সরবরাহ বন্ধে প্রক্রিয়াও শুরু করেছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও কয়েক বছর ধরেই তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ এস-৪০০ কেনার সিদ্ধান্তে অটল।
×