ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতিলাল দেব রায়

বাঁধ ভেঙ্গে বিলীন হচ্ছে গ্রাম-শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ০৯:০৩, ১ জুলাই ২০১৯

 বাঁধ ভেঙ্গে বিলীন হচ্ছে গ্রাম-শিক্ষাপ্রতিষ্ঠান

কমলগঞ্জ উপজেলার দুঃখ ধলাই নদীর বাঁধ ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটাসহ শিক্ষাপ্রতিষ্ঠান, ধ্বংস হচ্ছে গ্রাম। জরুরী ভিত্তিতে বাঁধ সংস্কার করা না হলে কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা, আইডিয়াল হাই স্কুলসহ নদীপাড়ের বসতভিটাগুলো বিলীন হয়ে যেতে পারে। নদীভাঙন রোধে স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদের নেতাদের একাধিকবার জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ওই রামপাশা গ্রামে দিন দিন ভাঙন তীব্র হচ্ছে। এখানে বেশ কয়েকটি বসতবাড়ি খুব ঝুঁকিতে রয়েছে। রামপাশা গ্রামের বাসিন্দারা নিজের বসতভিটা বাঁচাতে নিজেই বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। ধলাই নদীর প্রবল ভাঙনে রামপাশা গ্রামের এক অংশ ওপাড়ে গিয়ে মিশেছে, অন্যদিকে এপাড়ের মানুষ হারিয়েছে তাদের জমি। বৃষ্টি হলেই ধলাই নদীর পানি বৃদ্ধি পায়, ভেঙে নিয়ে যায় জায়গা-জমি এবং বসতভিটা গাছ-গাছালি, এবার ভাঙন শুরু হলে তলিয়ে যাবে পানিতে সারা গ্রাম, ফসল ও বাড়িঘর। অনেকেই বলেন, জন্ম থেকেই এই গ্রামের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক গ্রামের জায়গা জমি চলে গেছে নদীর পেটে। ভিটা ছাড়া করেছে অনেক পরিবারকে, সিমেন্টের তৈরি ব্লক দ্বারা পাড় ভাঙা অংশটুকু বাঁধ না হলে এক সময় আর রামপাশা গ্রাম থাকবে না। এছাড়া ৬নং ওয়ার্ডে ধলাই নদীর তীরবর্তী বসতভিটাসহ নদীর তীরে অবস্থিত কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের পেছন দিকে ধলাই নদীর বাঁধটির ভাঙন দেখা দিয়েছে। কিন্তু এসব বাঁধ ভাঙন প্রতিরোধে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ১৯৯৩ সালে স্থাপিত কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে আছে। গ্রাম না বাঁচলে আমরা বাঁচব কি করে। তাই এ অবস্থা থেকে গ্রামবাসীকে মুক্তি দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। লেখক : আমেরিকা প্রবাসী
×