ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাশেদ বিন আমানের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১৭:০৭, ২৬ এপ্রিল ২০২৪

রাশেদ বিন আমানের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

মীর রাশেদ বিন আমান

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বহিষ্কৃত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রামপুরা থানায় করা মামলায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত।

আদালত সূত্র জানায়, অর্থ আত্মসাতের মামলায় গত ৫ মার্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রাশেদ বিন আমান। পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এরপর তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ১১ জানুয়ারি রামপুরা থানায় সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ মোস্তফা গোলাম এমরান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে মীর রাশেদ বিন আমানসহ কোম্পানির সাবেক ৭ কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলক বিশ্বাসভঙ্গ করে অর্থ আত্মসাৎসহ হুমকি প্রদানের অভিযোগ আনা হয়।

 এসআর

×