ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: ১০:৩৪, ১৬ জুন ২০১৯

 ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিটিশ কোচ জেমি ডে দায়িত্ব নেয়ার পর এবং অধিনায়ক জামাল ভূঁইয়া লা লিগার খেলার ধারাভাষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন ভাল ফুটবল খেলতে পারলে ফিফা র‌্যাঙ্কিংয়ের উন্নতি এমনিতেই হবে। ১৯০-এর ঘর থেকে ১২০ এর মধ্যে একসময় বাংলাদেশ অবস্থান করবে। জেমি-জামালের সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। তবে স্বপ্নপূরণের পথে লাল-সবুজ বাহিনী এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র (এই ড্রয়ে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের) করার কদিন পরেই প্রকাশিত হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ। তাতে দেখা যাচ্ছে এক ধাক্কায় ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে জেমি ডের শিষ্যরা। আগের ১৮৮ নম্বর থেকে তারা এখন আছে ১৮৩ নম্বরে। সাফ দেশগুলোর মাঝে র‌্যাঙ্কিংয়ে সবার শীর্ষে ভারত। তাদের র‌্যাঙ্কিং ১০১। মালদ্বীপ ও নেপালও এগিয়ে অনেক। তারা আছে যথাক্রমে ১৫১তম ও ১৬৫তম স্থানে। তবে ভুটানের অবস্থান বাংলাদেশের চেয়ে তিন ধাপ পেছনে ১৮৬তম স্থানে। শ্রীলঙ্কা ২০১তম আর সবার শেষে আছে পাকিস্তান। তাদের র‌্যাঙ্কিং ২০৫।
×