ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন রাজ বাব্বর

প্রকাশিত: ০৮:১৪, ২৫ মে ২০১৯

  পদত্যাগ  করলেন রাজ  বাব্বর

ভারতের উত্তর প্রদেশের কংগ্রেস প্রধান সাবেক বলিউড অভিনেতা রাজ বাব্বর দলের সঙ্গে সঙ্গে নিজের ভরাডুবি আটকাতে ব্যর্থ হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। ওয়েবসাইট। ভাতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উত্তর প্রদেশে দলের বড় হারের ‘দায় নিজের কাঁধে নিয়ে’ পদত্যাগ পত্র জমা দেন রাজ বাব্বর। উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি ৬২ আসনে জিতেছে। মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস। রাজ বাব্বর নিজে ফতেহপুর সিকরি আসনে বিজেপি প্রার্থী রাজকুমার চাহরের কাছে প্রায় পাঁচ লাখ ভোটের বিশাল ব্যবধানে হেরেছেন। রাজ্যে বিজেপিকে আটকাতে স্থানীয় দুই দল সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টি (বিএমপি) নিজেদের বিরোধ ভুলে একজোট হয়েছিল। শেষ পর্যন্ত তারা ১৪টি আসন নিজেদের দখলে নিতে পেরেছে। উত্তর প্রদেশের আমেথি আসনে স্বয়ং রাহুল গান্ধীর হেরে যাওয়া রাজ্যে বিজেপির প্রবল প্রতাপের কথা বলছে। এই রাজ্য থেকেই লোকসভায় সবচেয়ে বেশি প্রতিনিধি যায়। তাই বলা হয়, উত্তর প্রদেশে জেতা মানে ভারতে জেতা। যা বিজেপি করে দেখিয়েছে।
×