ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২০ হাজার বিজেপি কর্মীকে পার্টির সদর দফতরে আমন্ত্রণ

প্রকাশিত: ১০:০০, ২৪ মে ২০১৯

 ২০ হাজার বিজেপি কর্মীকে পার্টির সদর দফতরে আমন্ত্রণ

লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি তাদের ২০ হাজার কর্মীকে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লীতে পার্টির সদর দফতরে আমন্ত্রণ জানিয়েছে। নেতাদের বক্তব্য, এই সমাবেশের পরিকল্পনা করা হয়েছে নরেন্দ্র মোদিকে ‘মহা স্বাগতম’ জানাতে। আর দল থেকে বিজয়ী সব প্রার্থীকে ২৫ মের মধ্যে নয়াদিল্লীতে আসতে বলে দেয়া হয়েছে। বুথফেরত জরিপের হিসেব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ লোকসভার আসনের মধ্যে ৩০০-রও বেশি আসন নিয়ে জয়ী হবে এবারের নির্বাচনে। জরিপের হিসেবে বিরোধী দল কংগ্রেস ও জোটসঙ্গীরা ১২২ আসন পাবে বলা হয়েছে। দলগুলো সেই ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দিয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একটি বার্তায় দলীয় কর্মীদের জানিয়েছেন, ‘ঘুরতে থাকা নকল এগজিট পোলের দ্বারা হতাশ হবেন না।’ ৫৪৩টির মধ্যে ৫৪২টি লোকসভা আসনে এবারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকার গড়তে ২৭২টি আসন পেতে হবে সংশ্লিষ্ট দলকে। মঙ্গলবার এনডিএ-র একটি সমাবেশ ছিল। মোদিকে ফুলের মালায় বরণ করে নেন জোটের সদস্যরা। পাঁচ বছরে কৃষকদের রোজগার দ্বিগুণ করার প্রতিশ্রুতির কথা জানিয়েছে এনডিএ। -পিটিআই
×