ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২৪ বার এভারেস্টে উঠে রেকর্ড গড়লেন কামি রিতা শেরপা

প্রকাশিত: ১২:২২, ২২ মে ২০১৯

২৪ বার এভারেস্টে উঠে রেকর্ড গড়লেন কামি রিতা শেরপা

মাউন্ট এভারেস্টে উঠার রেকর্ড গড়লেন এক নেপালী শেরপা। কামি রিতা শেরপা ২৪ বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠেন এবং মাত্র এক সপ্তাহের মধ্যে দুইবার তিনি এ অসাধ্য কাজটি করেন। ৪৯ বছর বয়সী কামি রিতা শেরপা মঙ্গলবার সকালে মাউন্ট এভারেস্টে উঠে বিরল এ রেকর্ডের অধিকারী হলেন। এর আগেও তিনি এক সপ্তাহের মধ্যে দুই বার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। গত ১৫ মে তিনি ২৩ বারের মতো সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গে উঠেছিলেন। রিতা শেরপা বলেন, অবসরের কোন পরিকল্পনা নেই তার। আগামীতে আরও কয়েকবার পর্বতটিতে আরোহণ করতে চান বলে জানান তিনি। এক সপ্তাহ আগে ২৩ বার মাউন্ট এভারেস্টে উঠার আগে রিতা শেরপা বিবিসিকে বলেন, ‘আমি আরও কয়েক বছর পর্বতটিতে আরোহণ করতে পারি। আমি সুস্থ, ৬০ বছর পর্যন্ত আমি এ কাজটি চালিয়ে যেতে পারি। অক্সিজেন নিয়ে পর্বতে উঠা কোন বিষয়ই না আমার কাছে।’ জীবনে প্রথমবার তিনি এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে। আন্তর্জাতিক যেসব কোম্পানি পর্বত আরোহণের উদ্যোগ নেয় তাদের গাইড হিসেবে কাজ করেন তিনি। রিতা শেরপা বলেন, ‘আমি কখনও রেকর্ডের কথা ভাবিনি। সত্যিকার অর্থে আমি কখনও জানতাম না যে আমি রেকর্ড করতে পারি। আমি শুধু জানতাম, এর আগে আমি কয়েকবার সর্বোচ্চ পর্বতশৃঙ্গটিতে আরোহণ করেছি। বিদেশী পর্বত আরোহণকারীরা সাধারণত অভিজ্ঞ শেরপাদের সহযোগিতা নিয়ে মাউন্ট এভারেস্টে উঠে থাকেন। এই শেরপারা তাদের গাইড হিসেবে কাজ করেন। তারা পর্বতে উঠার রাস্তা তৈরি, দড়ি বাঁধা, প্রয়োজনীয় জিনিসপত্র ও অক্সিজেন বহন করে থাকেন। কামি রিতা বলেন, ‘শেরপারা পাহাড়ের চূড়ায় সর্বত্র দড়ি বাঁধার কাজটি করে থাকেন। তাই শেরপারা বিদেশীদের জন্য দড়ি বেঁধে দেন। সাক্ষাতকারে বিদেশীরা বলেন, যে এভারেস্টে উঠা খুবই সহজ অথবা তাদের সাহসের কথা বলেন। কিন্তু তারা শেরপাদের অবদানের কথা ভুলে যান। এই কাজটি করতে শেরপাদের অনেক সংগ্রাম করতে হয়। আমরা অনেক ভোগান্তির শিকার হই।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি পর্বতে একজন করে দেবী আছেন। আমাদের দায়িত্ব হচ্ছে দেবীদের খুশি রাখা। তাই পর্বতে আরোহণের কয়েক মাস আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে আমি উপাসনা করি। কারণ তার শরীরের ওপর আমার পা পড়ে যেতে পারে। এর আগে মাত্র তিনজন সর্বোচ্চ ২১ বার করে মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন। তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন কামি রিতা শেরপা। এদের মধ্যে দুজন পর্বত আরোহণ থেকে অবসর নিয়েছেন। আর তৃতীয়জন নগিমা নুরু শেরপা চীনের অংশ থেকে এ মৌসুমে ২২ বারের মতো পর্বত আরোহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। -বিবিসি
×