ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিজেপির জন্য কঠিন পরীক্ষা

প্রকাশিত: ১০:১৩, ১৩ মে ২০১৯

বিজেপির জন্য কঠিন পরীক্ষা

কড়া নিরাপত্তার মধ্যে রবিবার ভারতে চলমান লোকসভা নির্বাচনে ষষ্ঠপর্বের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া অন্য কোথাও তেমন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এ পর্বে দেশটির সাত রাজ্যের ৫৯ লোকসভা আসনের ভোটগ্রহণ করা হয়। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে। ষষ্ঠপর্বে উত্তর প্রদেশে ১৪, হরিয়ানায় ১০, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে আটটি করে, রাজধানী দিল্লীতে সাত ও ঝাড়খন্ডের চার আসনে ভোট হয়েছে। এ পর্বের ভোট ক্ষমতাসীন বিজেপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই অনলাইনের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এসব আসনে বেশিরভাগ ছিল মোদি শিবিরের দখলে। রবিবার দেশটির রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অনেক তারকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও। এ পর্বের তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের আজমগড় আসনে সমাজবাদী দলের অখিলেশ যাদব, সুলতানপুর আসনে বিজেপি নেতা মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের ভুপাল আসনে কংগ্রেসের দিগি¦জয় সিং, বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর, ক্রিকেটার গৌতম গম্ভীর, পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে দীপক অধিকারী দেব ও দেশটির সাবেক আইপিএস অফিসার ভারতী ঘোষ। প্রায় সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। ভোট শুরুর আগে এ রাজ্যে একজন বিজেপি নেতা ও একজন তৃণমূল সমর্থক খুন হয়েছেন। বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ভালবাসার জয় হবেÑ রাহুল ॥ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রবিবার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নয়াদিল্লীর আওরঙ্গজেব লেনের এনপি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন রাহুল। ভোট শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, এই নির্বাচনে ঘৃণা নয়, ভালবাসার জয় হবে। তিনি বলেন, আমি মনে করি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালবাসা জয়ী হবে। এ নির্বাচনে ঘৃণা ও ভালবাসার মধ্যে লড়াই হচ্ছে। একপক্ষে আছে কংগ্রেস। আর অপরপক্ষে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘৃণা ছড়াচ্ছেন। মিথ্যার পক্ষে সাফাই গাইছেন। আর আমি ভালবাসা ও সৌহার্দ্যরে পক্ষে লড়ছি। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত ভালবাসার জয় হবে। রবিবার সকালে তুঘলক রোডের বাড়ি থেকে হেঁটে ভোট কেন্দ্রে যান রাহুল। এ সময় তার সঙ্গে নয়াদিল্লী আসনের দলীয় প্রার্থী বিজয় মাকেন উপস্থিত ছিলেন। রাহুল বলেন, আমার মনে হচ্ছে নির্বাচনে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াইটা ভালই হচ্ছে। রাহুলের মতে কয়েকটি ইস্যুতে এই লোকসভা নির্বাচন হচ্ছে। এসব ইস্যু তার নিজের নয় ভারতের একশ ৩০ কোটি জনতার। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, গণতন্ত্রে জনগণই সব। আমি তাদের রায় মেনে নেব। বিজেপি ধুলিস্যাত হয়ে যাবে- প্রিয়াঙ্কা গান্ধী ॥ ষষ্ঠপর্বের ভোটে ভারতীয় কংগ্রেসের উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও ভোটাধিকার প্রয়োগ করেন। রবিবার দিল্লীর লোদি স্টেটের সরদার প্যাটেল বিদ্যালয়ে স্বামী রবার্ট ভদ্রের সঙ্গে ভোট দিতে আসেন প্রিয়াঙ্কা। ভোট শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য এই লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে। ভারতের জনগণ ভোটের মাধ্যমে তাদের মনের আকাক্সক্ষার কথা প্রকাশ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদিজি মানুষের মনের কথার বদলে অন্য ইস্যুতে কথা বলতে ব্যস্ত। তাই এখন দেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করবে। প্রিয়াঙ্কার মতে ভারতের এবারের নির্বাচন দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
×