ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৮:৩৯, ১২ মে ২০১৯

 ব্লক মার্কেটে ২১ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৬০৭টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার ডরিন পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের। এছাড়া ড্যাফোডিল কম্পিউটার্সের ২৮ লাখ ১০ হাজার টাকা, ইস্টার্ন ক্যাবলের ১৫ লাখ ৭৫ হাজার টাকার, এস্কোয়্যার নিট কম্পোজিটের ৪৩ লাখ ৭১ হাজার টাকার, ফাইন ফুডের ৫ লাখ ৫২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২২ লাখ ৭ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫২ লাখ ৮৪ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৪৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×