ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভ্রমণ নিষেধাজ্ঞা জারি পাক সরকারের ॥ কূটনৈতিক সাফল্য দিল্লীর

মাসুদ আজহারের সম্পদ জব্দ

প্রকাশিত: ০৮:৩৭, ৪ মে ২০১৯

মাসুদ আজহারের সম্পদ জব্দ

পাকিস্তান ভিত্তিক জঙ্গী সংগঠন জয়শ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের সম্পদ বাজেয়াফত ও তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার। বৃহস্পতিবার দেশটির সরকার এ সংক্রান্ত সরকারী নির্দেশনা জারি করে। জাতিসংঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী আখ্যা দেয়ার পর ইসলামাবাদ এই সিদ্ধান্ত নিল। জয়শ-ই-মোহাম্মদ প্রধানকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার জন্য গত ১০ বছর ধরে কূটনৈতিক দৌড়ঝাঁপ করছিল ভারত সরকার। তাই মাসুদ আজহারের বিরুদ্ধে জাতিসংঘসহ পাকিস্তান সরকারের এই পদক্ষেপকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে দিল্লী। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। এ সংক্রান্ত নোটিস জারি করে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘ গত বুধবার মাসুদ আজহারের বিরুদ্ধে যে ২৩৬৮ (২০১৭) রেজুলেশন গ্রহণ করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এই জঙ্গী নেতার বিরুদ্ধে তার পুরোপুরি বাস্তবায়ন করতে পেরে খুশি। ওই সরকারী নির্দেশনায় আরও বলা হয়েছে, পাকিস্তান সরকার মনে করছে মাসুদ আজহারের বিরুদ্ধে এই পদক্ষেপ খুবই সময়োপযোগী। মাসুদ আজহারের সম্পদ বাজেয়াফতের পাশাপাশি তার অস্ত্র কেনা-বেচার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমরান সরকার। কিছুদিন আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার এক প্রস্তাব উত্থাপন করে। পরে চীনের ভেটোতে তা কার্যত ভেস্তে যায়। গত ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর এক গাড়ির কনভয়ের ওপর ভয়াবহ জঙ্গী হামলার পরদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী আখ্যা দিতে জাতিসংঘে প্রস্তাব আনে। তখন বেজিংয়ের বিরোধিতায় প্রস্তাবটি কার্যকর করা যায়নি। বুধবার জাতিসংঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী আখ্যা দেয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, এখন ইসলামাবাদের উচিত দ্রুত মাসুদ আজহারের বিরুদ্ধে জাতিসংঘের এই পদক্ষেপ কার্যকর করা। পুলওয়ামায় ওই ভয়াবহ জঙ্গী হামলায় অন্তত ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। ওই হামলায় দায় স্বীকার করে জয়শ-ই-মোহাম্মদ। মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার জন্য বারবার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। জাতিসংঘের শরণাপন্ন হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার বরাবরই মাসুদ আজহারকে বাঁচিয়ে দিয়েছে। এ জঙ্গী নেতাকে নিষিদ্ধ করার জন্য ভারতের ওপর শর্তও চাপিয়েছিল পাক সরকার। অবশেষে বেজিং আপত্তি তুলে নেয়ায় মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের একটি কমিটি বুধবার আজহারকে কালো তালিকাভুক্ত করে। মাসুদ আজহারকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে জাতিসংঘের এ বিষয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন একে দেশটির বিশাল কূটনৈতিক জয় বলে বর্ণনা করেছেন। টুইটারে তিনি বলেন, ‘বড়, ছোট সবাই একজোট হয়েছে। জাতিসংঘ মাসুদ আজহারকে একজন সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। সমর্থন দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।’ জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অর্থ মাসুদ আজহারের সব ধন-সম্পদ জব্দ করা হবে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মাসুদ আজহারের বিষয়ে নিজেদের অবস্থানের পরিবর্তন করতে বেজিংকে চাপ দিয়েছিল। মাসুদ আজহার ১৯৯৯ সালে ভারত থেকে ছাড়া পাওয়ার পর সশস্ত্র গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেন। ভারতীয় একটি বেসামরিক বিমান ছিনতাই করে তালেবান শাসিত আফগানিস্তানে নিয়ে যাওয়ার পর এর ক্রু ও যাত্রীদের জীবনের বিনিময়ে নয়াদিল্লী যে তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল মাসুদ আজহার তাদের অন্যতম।
×