ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহাজ ভাড়ায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়

প্রকাশিত: ১১:৫৫, ৩০ এপ্রিল ২০১৯

জাহাজ ভাড়ায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশকে আমদানি-রফতানি পণ্য পরিবহনে বিদেশী জাহাজের ওপরে নির্ভর করতে হয়। ভাড়া জাহাজের পেছনেই বছরে সরকারের ব্যয় হয় ২ হাজার ৪শ’ কোটি টাকা। তাই বাংলাদেশী পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়াতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
×