ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘বিশ্বব্যাপী ১৬ কোটি ৯০ লাখ শিশুকে হামের প্রথম ডোজ দেয়া হয়নি’

প্রকাশিত: ০৯:০০, ২৬ এপ্রিল ২০১৯

‘বিশ্বব্যাপী ১৬ কোটি ৯০ লাখ শিশুকে হামের প্রথম ডোজ দেয়া হয়নি’

ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ব্রিটেনে পাঁচ লাখেরও বেশি শিশুকে হামের প্রথম ডোজ টিকা দেয়া হয়নি। এটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রধান সিমন স্টিভেনস সতর্ক করেন যে, ইংল্যান্ডে মাত্র এক বছরের মধ্যে হাম রোগীর সংখ্যা প্রায় চার গুণ বেড়ে গেছে। তিনি পরিবারগুলোর প্রতি অনুরোধ করেছিলেন যেন তারা তাদের সন্তানদের টিকাটি সঠিক সময়ে দেন। বিবিসি। এনএইচএস প্রধান বলেন, টিকা প্রত্যাখ্যানকারীরা হলেন জনস্বাস্থ্যের জন্য টাইম বোমা। ইউনিসেফের প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে বিশ্বব্যাপী ১৬ কোটি ৯০ লাখ শিশুকে হামের প্রথম ডোজের টিকা দেয়া হয়নি। স্বাস্থ্য বিশেজ্ঞরা বলছেন, এই রোগের বিরুদ্ধে শিশুদের সম্পূর্ণভাবে রক্ষা করার জন্য দুই ডোজ টিকা নিতে হয়। প্রতিবেদনে দেখানো হয়েছে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের শিশুরা টিকাবিহীন থেকে তালিকার শীর্ষে রয়েছে। দেশটিতে ২৫ লাখ ৯৩ হাজার শিশু প্রথম ডোজ টিকা নিতে ব্যর্থ হয়েছে। ফ্রান্সে এ সংখ্যা ছয় লাখ। ব্রিটেন তৃতীয় স্থানে রয়েছে। দেশটির পাঁচ লাখ ২৭ হাজার শিশু প্রথম ডোজের টিকা সাত বছরের মধ্যে নেয়নি। নাইজারে এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪০ লাখ প্রথম ডোজ টিকা নিতে পারেনি। ইউনিসেফ জানায়, হামের টিকার দ্বিতীয় ডোজের পরিসংখ্যান আরও বেশি উদ্বেগজনক। ইউনিসেফের প্রতিবেদনে আরও পাওয়া গেছে যে, সাব-সাহারান আফ্রিকার ২০ দেশে দ্বিতীয় ডোজ টিকার প্রচলন চালুই করা হয়নি। যার ফলে প্রতি বছর সেখানে এক কোটি ৭০ লাখ শিশু ক্ষতিকারক হামের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে বলেন, হামের ভাইরাস সবসময় টিকা নেয়নি এমন শিশুদের খুঁজে বেড়ায়। যদি আমরা এই বিপজ্জনক কিন্তু প্রতিরোধযোগ্য রোগের বিস্তারকে গুরুত্ব দিয়ে কাজ করি তাহলে আমাদের উচিত প্রতিটি শিশুকে টিকা দেয়া। ধনী ও দরিদ্র নির্বিশেষে সব দেশেই এটি মানতে হবে। লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক বিয়েট ক্যাম্পম্যান পরিসংখ্যানকে সতর্ক বার্তা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একটি বিষয় নিশ্চিত হলেও হামের ভাইরাস বহনকারী যে কোন ব্যক্তি অপর ৯০ জন লোককে সংক্রামিত করতে সক্ষম হবেন। যারা নিরাপদ রয়েছেন তারাও এতে সংক্রমিত হবার ঝুঁকিতে থাকবেন। সম্পূর্ণ প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ থেকে আমাদের শিশুদের ও সম্প্রদায়কে এর থেকে অবশ্যই রক্ষা করা আবশ্যক- এটি করার একমাত্র উপায় হলো টিকা দেয়া। পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে সার্বিকভাবে এটি কম ঝুঁকিপূর্ণ হলেও ইউরোপে এর প্রাদুর্ভাব অব্যাহত থাকলে অনিরাপদ লোকজন এই রোগটির প্রকোপে পড়ে বিপদের সম্মুখীন হতে পারে। এনএইচএস প্রধান সিমন স্টিভেনস সতর্ক করেছেন যে, টিকা নিতে অস্বীকারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা না নিতে লোকজনের মধ্যে প্রচার চালাচ্ছে।
×