ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৩, ১৬ এপ্রিল ২০১৯

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টর্নেডোয় তিনটি শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে বজ্রঝড় ও শিলাবৃষ্টিসহ একটি ব্যাপক ঝড় যুক্তরাষ্ট্রের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত তা-ব চালানোর পর পূর্ব উপকূলে বৃষ্টি ঝরায় বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ। এ্যাঞ্জেলিনা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, শনিবার টেক্সাসের পোলকে ঝড়ে উপড়েপড়া গাছচাপায় একটি গাড়ির ভেতরে থাকা তিন ও আট বছর বয়সী দুই ভাইবোন নিহত হয়েছে। একইদিন সন্ধ্যায় লুইসিয়ানার মনরোতে বৃষ্টির পানিতে উপচেপড়া ড্রেনের ডুবে ১৩ বছর বয়সী সেবাস্টিয়ান ওমর মার্টিনেজের মৃত্যু হয় বলে জানিয়েছেন উয়াশিটা প্যারিস শেরিফ দফতরের ডেপুটি গ্লেন স্প্রিংফিল্ড। কাছের ক্যালহুনে বন্যার পানিতে গাড়ি ডুবে ভেতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন বলে জানান তিনি। মিসিসিপির গবর্নর ফিল ব্রায়ান্ট জানান, শনিবার কয়েকটি টর্নেডো অঙ্গরাজ্যের ১৭টি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে এবং এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
×