ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলন্ত বাসে চবি ছাত্রী লাঞ্ছিত ॥ চালক আটক

প্রকাশিত: ০৯:১৯, ১৪ এপ্রিল ২০১৯

 চলন্ত বাসে চবি ছাত্রী লাঞ্ছিত ॥ চালক আটক

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে চলন্ত বাসে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ওই বাসের চালককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর অক্সিজেন এলাকা থেকে বিপ্লব দেবনাথ নামের ওই চালককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মাদ মোহসিন। এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় বাস চালকের সহকারী ওই শিক্ষার্থীর শ্বাসরোধ করার চেষ্টা এবং একই সঙ্গে যৌন হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে ছাত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন । ছাত্রীর অভিযোগ, ঘটনার দিন ক্লাস শেষে বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১নং গেট থেকে ৩ নম্বর রুটের বাসে ওঠেন তিনি। বাসটি নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় পৌঁছলে ওই ছাত্রী ছাড়া সকল যাত্রী নেমে যায়। তিনি অল্প দূরত্ব পর নিউমার্কেট মোড়ে নামার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বাসটি তার রাস্তা বদল করে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে। তখন ওই ছাত্রী বাস চালককে বাস থামাতে বললে বাসের হেলপার তার দিকে তেড়ে যায়। তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় ছাত্রী আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারকে আঘাত করেন। পরে চলন্ত বাস থেকে ওই ছাত্রী লাফ দেয়।
×